সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পিকআপ চাপায় শিশু আহত, মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আহত ৪

images

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন ৫ জন। গতকাল (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় লরি চট্ট-মেট্রো ঢ- ৮১০৬৪১ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙ্গে দোকান কর্মচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- মেজবা ষ্টোর, মফিজুল ইসলাম ট্রেডার্স, শয়ন সেলুন। আহতরা হলেন মেজবাউল আলম (২০), শয়ন (২১), যুবরাজ নাথ (৪৮)। মফিজুল ইসলাম ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান।

অপরদিকে দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদামতলী এলাকায় পিক-আপ ভ্যান চাপায় রাকিব হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মীরসরাইয়ের খৈয়াছরার মধ্যম আমবাড়ীয়া গ্রামে বলে জানা গেছে।এব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আঘাত করলে ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে