রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাবনায় নতুন গ্যাসকূপ খনন শুরু

pabna-2_25515
পাবনার সাঁথিয়া উপজেলার মোবারকপুর গ্যাসক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের ভূ-কাঠামোয় গ্যাসকূপ খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। আজ শুক্রবার সকাল ১১টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কূপ খননের মধ্য দিয়ে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বাপেক্স নতুন মাত্রা যোগ করেছে। এ ক্ষেত্রে নতুন খননযন্ত্র (রিগ) বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, ‘এই নতুন ভূ-কাঠামোয় তেল-গ্যাস অনুসন্ধান একটি চ্যালেঞ্জিং কাজ। আড়াই থেকে ৩ মাসের মধ্যে কূপ খনন কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী। এই কূপের গভীরতা ৫ কিলোমিটার। কূপ থেকে গ্যাসের পাশাপাশি জ্বালানি তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।’ এসময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।