শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাক প্রধানমন্ত্রীসহ ৬৪ নেতার বিদেশে সম্পত্তির বিষয়ে নোটিশ

_74648948_74648947_5005

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ অন্তত ৬৪ নেতার বিদেশে সম্পত্তির বিষয় তদন্তে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে লাহোরের হাইকোর্ট। গতকাল শুক্রবার ব্যারিস্টার জাভেদ ইকবাল জাফরির করা এক পিটিশনের শুনানিতে আদালতে এ নোটিশ জারি করা হয়। ১৯৯৬ সালে করা ওই পিটিশনে প্রথমে ২৬ জন রাজনীতিকের নাম ছিল। পরবর্তী সময়ে বাকি ৩৮ জনের নাম যুক্ত করা হয়। এই তালিকার উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: দেশটির প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো, একই দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র প্রধান ইমরান খান ও পিএমএল-কিউ প্রধান চৌধুরী সুজাত। পিটিশনে বলা হয়েছে, ওই নেতারা পাকিস্তান থেকে অন্তত ৩০ লাখ মিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার করেছেন। এই বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনা হলে বিদেশি ঋণ নেওয়ার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করা হয়েছে।