রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩

5552ea0822521_263029

পাকিস্তানের করাচিতে ইসমাইলী সম্প্রদায়ের লোকদের বহনকারী বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।বুধবার সকালে করাচির সফেরা চক এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছে। পাকিস্তানের অনলাইন পত্রিকা ডন এ খবর প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন জানায়, তিন থেকে চারটি মোটর সাইকেলে করে ৮ জন বন্দুকধারী যাত্রীবহনকারী ওই বাসে গুলি চালায়। বাসটিতে ৫২ জন যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও এতে অনেক বেশি যাত্রী তোলা হয়।এদিকে এএফপির খবরে বলা হয়, বন্দুকধারীরা প্রথমে বাস থামিয়ে পাশ থেকে গুলি করে। পরে বাসের ভেতরে উঠে নির্বিচারে গুলি করতে থাকে। বাস থেকে নেমে যাওয়ার আগে বন্দুকধারীরা পরীক্ষা করে দেখে সবাই আহত হয়েছে কি না।সিন্ধ পুলিশ ইন্সপেক্টর জেনারেল গোলাম হায়দার জানিয়েছেন, বাসটি করাচির সফেরা এলাকায় যাচ্ছিল। এসময় ৯ এমএম পিস্তল নিয়ে বন্দুকধারীরা বাসটিতে হামলা চালায়। বাসটিতে কোনো শিশু ছিল না।এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।