শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পদ্মায় জীবিত লাশ উদ্ধার সাজানো নাটক!

news-6-munshiganj-08.08_22433
পদ্মায় যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনার পাঁচ দিন পর জীবিত উদ্ধার নাটক সাজিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। তাকে মাওয়া পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে। টাকার বিনিময়ে এমন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।পাঁচ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে এমন খবর স্যাটেলাইট টিভির ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হলেও পুলিশ ও উদ্ধারকারীরা জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য পায়। ওই ব্যক্তিকে পরে মাওয়া নিয়ন্ত্রণ কক্ষে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তি নিজেকে সরোয়ার বলে দাবি করেও তার আসল নাম রাসেল (২০)। তার বাবার নাম আলাউদ্দিন সর্দার। বাড়ি মাদারীপুরের কুকরাইল এলাকায়।আজ বিকালে মাওয়া ঘাটে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ওই ব্যক্তি প্রথমে সরোয়ার নামে পরিচয় দিলেও তার আসল নাম রাসেল (২০)। টাকার বিনিময়ে তিনি এই নাটক সাজিয়েছে। ওই যুবক মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ।আজ দুপুরের পর সংবাদ মাধ্যমে প্রচার হয় সারোয়ার নামের ওই ব্যক্তিকে পদ্মার চর থেকে উদ্ধার করা হয়েছে।