সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নূর হোসেনের বাড়ি থেকে গুলিসহ রিভলবার উদ্ধার

siddhirgonj ----------------------- 05_99576

নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারকে অপহরণ ও হত্যা মামলা প্রধান আসামি নূর হোসেনের বাড়ি থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার, শটগানের ৮ রাউন্ড কার্তুজ ও একটি হরিণের চামড়াসহ অনেক মালামাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টা হতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের মালিকানাধীর দুই তলা ভবনের নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ এ অভিযান শুরু করে। স্থানীয় ৫ জন স্বাক্ষীর উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিনের নেতৃত্বে ৫০ সদস্যের একটি পুলিশ টিম এ ক্রোক অভিযান করে। পুরো ক্রোক অভিযানের তদারকি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি আবুল কাশেম শাহীন। অভিযানের সময়ে পুলিশের অপরাধ বিভাগ সিআইডি নারায়ণগঞ্জ জোনের এএসপি এহসানউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি টিমও উপস্থিত ছিল। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে শাড়ি কাপড়, পাঞ্জাবী, ১২টি ঘড়ি, ৫ টাকা নোটের ২টি বান্ডিল, দলিলপত্র, সিলিং ফ্যান ৩টা, ২সেট সোফা, এলইডি টিভি ৫টা, ২১ ইঞ্চি ১টা রঙিন টিভি, খেলনা ছুরি ২টা, খেলনা পিস্তল ১টা, বক্স খাট ১টা, সিডি প্লেয়ার সাউন্ড সিস্টেমসহ ২টা, ওয়ার্ডড্রব ২টা, শোকেজ ২টা, কার্পেট, কম্বল, হাঁড়িপাতিলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযানস্থলে গিয়ে শিমরাইল হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করা নূর হোসেনের নিয়ন্ত্রাণাধীন এসবিএস নামের পরিবহনের বাসগুলো জব্দের অনুরোধ করেন। তখন এনডিসি আবুল কাশেম শাহীন বলেন, বিআরটিএ অফিসে কাগজপত্র পরীক্ষা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডলের এক আবেদনের প্রেক্ষিত্রে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।