রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নূর হোসেনের পরবর্তী শুনানি ২ আগস্ট

thrtttib_18929
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের পরবর্তী শুনানি ২ আগস্ট ধার্য করেছেন পশ্চিমবঙ্গের একটি আদালত।
আজ সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় এ দিন ধার্য করেন। এ ছাড়া খান সুমনের জামিন আবেদন খারিজ করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব চৌধুরী আদালতকে বলেন, ‘খান সুমনের পক্ষে আদালতে দেওয়া কাগজপত্রের বেশ কিছু নথি জাল।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার বিষয়ে শুনানি হয়নি। তার বিষয়ে শুনানির জন্য ২ আগস্ট দিন ধার্য করা হয়। এদিকে ১৪ দিন কারাবাস শেষে দুই সহযোগীসহ তৃতীয় দফায় দুপুরে নূরকে উত্তর ২৪ পরগনা জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়।এর আগে সকালে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেন, খান সুমন ও অহিদুজ্জামানকে নিয়ে কড়া নিরাপত্তায় আদালতের উদ্দেশে রওয়ানা দেয় পুলিশ।