শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

16400_dd

 

নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই। নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ণয় করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে সমবেদনা প্রকাশপূর্বক খবরটি জানিয়েছে। এর আগে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০’র আরোহীদের পরিবারবর্গের কাছে একটি টেক্সট বার্তা পাঠানো হয়। গভীর দুঃখ প্রকাশ করে এতে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির আরোহীদের কেউই আর জীবিত নেই। এ খবর দিয়েছে বিবিসি। নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধানের পঞ্চম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। রাজাক বলেন, বৃটেনের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং ইনমারস্যাটের স্যাটেলাইট তথ্য এবং নতুন বিশ্লেষণের ভিত্তিতে আমরা যে উপসংহারে উপনীত হয়েছি তা হলো, বিমানটি দক্ষিণ করিডর দিয়ে উড্ডীয়মান ছিল। এবং এর সর্বশেষ জানা অবস্থান ছিল পার্থের পশ্চিমে ভারত মহাসাগরের মাঝামাঝি। এটা দুর্গম প্রত্যন্ত এলাকা, যার ধারেকাছেও কোন অবতরণযোগ্য স্থান নেই। একারণে গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আক্ষেপের সঙ্গে আপনাদেরকে জানাতে হচ্ছে, নতুন প্রাপ্ত তথ্য অনুযায়ী ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। নাজিব রাজাক শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এদিকে, ধ্বংসাবশেষের অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরে সম্ভাব্য কয়েকটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে খবর পাওয়া যায়। সম্ভাব্য ধ্বংসাবশেষগুলো শনাক্ত করেছেন চীনা ও অস্ট্রেলিয়ান অনুসন্ধান বিমান।