সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নারায়ণগঞ্জে সাত খুন : তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

image_95435

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনা র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগসহ পুরো ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার মোহাম্মদ শামীম সরদার নামে এক আইনজীবী ৪টি পত্রিকা আদালতের নজরে আনেন।  পরে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। কমিটির নেতৃত্ব দেবেন জনপ্রশাসনের একজন অতিরিক্ত সচিব। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন এবং আইন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে নিয়ে কমিটি করতে বলা হয়েছে। এ সব সদস্যদের কেউ উপসচিব পদমর্যাদার নিচে হবেন না। আদেশ পাওয়ার সাতদিনের মধ্যে এই কমিটিকে কাজ শুরু করে তা আদালতকে জানাতেও বলা হয়েছে।