শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাটাই : সিত্তুল মুনা সিদ্দিকা

 

এই
অবণীর
সবুজ উঠোনে,
অজন্মের চিহ্ন জীবনে,
শৈশব থেকে প্রতিটি নিঃশ্বাসে,
মননের পুঁজি নিয়ে আনন্দের রেশে,
চির বিদ্বেষ গেছে ভুলে বাঁচার মধুর পরশে,
প্রত্যাশা চামর দুলিয়ে দিনভর ডেকে চলে বার বার!
এমনি ক্ষণে মলয়ের তোড়ে পিয়াস জাগে সুখ কুড়িয়ে নেবার,
স্বপ্নলোকে চিত্ত হারায় নিত্য সুখের হাতছানি পায় পুলোকিত ইচ্ছায় !
যাপিত জীবনের বিষাদ ভুলে রয় মোহের শিকল জড়ানো পায়,
আশার ঘুড়িটা ওড়ে আকাশে সুতোর টানে টালমাটাল,
এখনো নাটাইয়ের সুতোটা ছাড়েনি তো হাল!
টিকে থাকার প্রাণপনে আকুতি নিয়ে।
পবণ বিমুখ করে ফিরে দিয়ে,
অবনতশিরে ফিরে চলে
নিয়তির ছায়াতলে
মানবাত্মা
যে!