রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতি হামলা, নিহত ১৮

nigeria_thereport24_84673

নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বর্নো রাজ্যের রাজধানী মেইদগুরির আলহাজ হারুনা মসজিদে আসরের নামাজ চলা অবস্থায় ওই হামলার ঘটনা ঘটে।হামলায় বেশ কিছু লোক আহত হয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে বর্নো রাজ্যের একটি গ্রামে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়।সর্বশেষ হামলায় দায় এখনও কেউ স্বীকার করেনি। দেশটির সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এসব হামলার ঘটনা ঘটল।শপথ নেওয়ার পর বুহারি বোকো হারাম দমনের অঙ্গীকার করেছেন।বর্নো রাজ্যের পুলিশপ্রধান আদরেমি ওপাদোকান ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শনিবার মনডে মার্কেটের কাছের ওই মসজিদে আসরের নামাজ শুরু হওয়ার পরপরই আত্মঘাতি হামলাকারী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।মার্কেটের ব্যবসায়ী নুরা খালিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণে মসজিদের ছাদ উড়ে গেছে এবং মসজিদের মাদুর ও কিছু কোরআন শরীফ পুড়ে গেছে।দেশটির প্রেসিডেন্ট বুহারি এ হামলার নিন্দা জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।