সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ধর্মের দোহাই দিয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চলছে

hasina_80197
ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের নামে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করছে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এর আগেও তারা নানাভাবে এ ধরনের চেষ্টা চালিয়েছিল। কিন্তু সময়মতো ব্যবস্থা নেওয়ায় সেই চক্রান্ত সফল হয়নি। তবে চক্রান্ত এখনো বন্ধ হয়নি। ধর্মের নামে যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে ব্যাপারে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা মিথ্যা কথা বলে, অন্যায় করে তারাই এখন ইসলামের হেফাজতের কথা বলে। তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যা সব সময় শান্তি সৌহার্দ্য অসামপ্রদায়িকতা ও মানবতার কথা শোনায়। সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ শেখায়। তিনি বলেন, যারা ইসলামের সকল মর্মবাণী পালনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করা হয়। এই অপপ্রচারের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য দেশের আলেম ও ইমামদের কাজ করতে হবে।শেখ হাসিনা বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধীদের যেমন বিচার করছে তেমনি এসব অপরাধীদেরও বিচার করা হবে। তিনি বলেন, সারা পৃথিবীর যেসব মুসলিম দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেসব দেশেও মুসলমানদের মধ্যে বিভেদ ও অস্থিরতা। কারা এই বিভেদ তৈরি করছে? সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কারা ফায়দা নিচ্ছে তা খতিয়ে দেখা দরকার।