রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশ এখন নিরাপদ নয়: খালেদা জিয়া

khaleda-7_17485

দেশ এখন আর নিরাপদ নয়, কারণ সব খুনিরা একাত্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার সঙ্গে জাসদ ও এরশাদ সহ সব খুনিরা একাত্ম হয়েছে। তাদের হাতে দেশ এখন আর নিরাপদ নয়। দেশে এখন প্রতিনিয়ত খুন, গুম, লুটপাট ও টেন্ডারবাজি চলছে।
আওয়ামী লীগ ও যুবলীগের গুন্ডাবাহিনীর পাশাপাশি যাদের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে তারাই এখন টাকার বিনিময়ে খুন করছে খুন-গুম করছে। সুতরাং এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ এমাজ উদ্দিন আহমেদ, এস এম ফায়েজ, মোস্তাহিদুর রহমান, মাহবুব উল্লাহ, ইউসুফ হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান সিনহা ড্যাবের সাবেক সভাপতি ডা. এম এ মাজেদ, ড্যাব সভাপতি ডা. একেএম আজিজুল হক ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।