শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশে আইনের শাসন নেই : রফিকুল ইসলাম

b.rafikul_79892
দেশে বর্তমানে আইনের শাসন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার নয়, যার কারণে যা ইচ্ছে তাই করছে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা বলেন, সরকার ভাবছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শেষ করতে পারলেই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধংস করা যাবে। এ কারণে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।রফিকুল ইসলাম বলেন, এই সরকার যেহেতু গণতান্ত্রিক ও কোন সাংবিধানিক সরকার নয়। এ কারণে তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিভিন্ন ধরনের নিবর্তনমূলক কার্যক্রম চালাচ্ছে।খালেদা জিয়ার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম গঠন করা হয়েছে,  তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবার ঘোষণাও দেন তিনি।মানববন্ধনে উপস্থিত ছিলেন  স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা, সাবেক বিরোধী দলীয় চিপহুইপ এডভোকেট জয়নাল আবেদিন ফারুক প্রমুখ।
উৎস- যুগান্তর