শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেবে গেছে শুভপুর ব্রিজের স্ল্যাব : ঝুঁকি নিয়ে যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর সংযোগকারী শুভপুর ব্রিজের উত্তর পাশের একটি স্ল্যাব দেবে গেছে। স্ল্যাব দেবে যাওয়ার ফলে ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়ক বিভাগ লোহার পাটাতন দিয়ে সাময়িক ভাবে সংস্কার করলেও যেকোন সময় ঘটতে পারে মারাত্বক দূর্ঘটনা। ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত বালুবাহী ট্রাক চলাচল করার ফলে দিনদিন ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।১৯৫৬-৫৭ সালে ব্রিজটি তৈরি হলেও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে কামানের গোলায় ক্ষতি সাধিত হয় ব্রিজটি। এরপর থেকে ব্রিজের আর তেমন কোন সংস্কার করা হয়নি। এছাড়া ব্রিজের দুপাশে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে ব্রিজের পিলার গুলোরও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।