শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দূর্গাপুর প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Pic Ex student pic-01
মীরসরাইয়ের দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও দূর্গাপুর গণ-পাঠাগারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও দূর্গাপুর গণ-পাঠাগারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বিকালে পাঠাগার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিক ব্যক্তিত্ব আবু সুফিয়ান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার রফিকুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি মাষ্টার সাহাব উদ্দিন মিরন, মীরসরাই ডিগ্রি কলেজের অধ্যাপক রেজাউল করিম, সংগঠন সহ-সভাপতি মোশাররফ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সোহেল, আরিফ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রচার সম্পাদক অঞ্জন কুমার দত্ত, নির্বাহী সদস্য এ এস এম সেলিম, সাংবাদিক রাজিব মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ শাহাদাৎ হোসেন, ওয়াহেদ হোসেন, গিয়াস উদ্দিন, সাংবাদিক শরীফ উদ্দিন শিবলু , ফ্রিডম ফোর্স গ্রুপ প্রমুখ। মোঃ বোরহান উদ্দিন জাবের গণ-পাঠাগারের ২০১৪ সালের সেরা পাঠকের পুরস্কার লাভ করেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে ও সৃজনশীল সমাজ গড়ার লক্ষ্যে বই পড়ার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া দূর্গাপুর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত (রেজি নং- চট্টঃ ৩০৮৭/১৫) হওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন জানান।