সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দাবি না মানলে আন্দোলন আবার রাজপথে গড়াবে

press-club-30_277696

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণের বিপ্লব অনিবার্য। কারণ বিএনপির প্রতি জনগণের সমর্থন কমে যায়নি বরং আরো বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, গুম ও খুনের বিরুদ্ধে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০দলীয় জোটের আন্দোলন চলবে। দাবি না মানলে এ আন্দোলন টেবিলের আলোচনা থেকে আবার রাজপথে গড়াবে।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামি পার্টির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।ইসলামি পার্টির প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সরকারকে উদ্দেশ্যে নোমান বলেন, আপনারা যদি গুম-খুনের রাজনীতি বন্ধ না করে বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি না দিলে গণবিপ্লব দেখা দেবে।সরকার নির্বাচন দিতে বাধ্য হবে মন্তব্য করেন নোমান বলেন, এরশাদের বুলেটের বিরুদ্ধে আন্দোলন করে আমরা নির্বাচন আনতে পেরেছিলাম। এবারও আমরা এমন আন্দোলন গড়ে তুলব যাতে করে সরকার অন্তবর্তীকালীন নির্বাচন দিতে বাধ্য হবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারের পরাজয় হবেই। তখন এই সরকার জনগণের সামনে আসতে পারবে না। কারণ বর্তমান অবৈধ সরকার ও সংসদকে জনগণ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না।মিয়ানমারে ভারতের সেনাবাহিনী আক্রমণের বিষয়টি উল্লেখ করে নোমান বলেন, ‘মিয়ানমারের ওপর ভারত কেন আক্রমণ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই আক্রমণ অনেকটা শিষ্টাচার বহির্ভূত।আয়োজক সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ছাহেদুল হাসান ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ প্রমুখ বক্তব্য রাখেন।