সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তৃতীয় দেখা : রেজাউল করিম বাবুল

চোখ দুটো হরিণী হরিণী,
ঠোঁট দুটো গোলাপি।
উত্তাল সমুদ্র তার খোলা কেশ,
মনটাও যেন বিশাল আকাশ।
ক্ষিপ্ত বাতাসে একেলা বাঁশের
মতো হাঁঠা আর,
লাল বেনারসিতে বুঝি
মানবে হার,
পৃথিবীর সব নববধূদের।
ঘোমটা পরলে মনে হয় যেন,
পৃথিবীর সব লজ্জা তার ভিতর।
তাঁর রূপের সাথে তুলনা,
হবে বুঝি পূর্ণিমা চাঁদের।
তবুও ভয় হয়,
চাঁদকেও যেন হারিয়ে না দেয়।
এমন মায়াবীনির সাথে
প্রথম দ্বিতীয় দেখার পর,
তৃতীয় বার দেখে কি ভাবে থাকি?
তাইতো আমি নিজে কাছে গিয়ে তার,
প্রকাশ করলাম আমার দুর্বলতা।
ভাবলাম কেন হলো তৃতীয় দেখা?
তার সাথে সংগোপনে আমার।।