রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

du2_160543
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান না। তাছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষে দেখা গেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থীরাই ঢাবিতে উত্তীর্ণ হয়েছেন বেশি। এবারো গতবারের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ আন্দোলনে একত্রিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, সাজ্জাদ নামে এক শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ড থেকে এখানে আসতে বলা হয়েছে। আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসা এক অভিভাবক জানান, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ জানাই। তবে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে করুক। আমাদের কাছে একটি ব্যাচের থেকে সমগ্র দেশের স্বার্থ বড়। যারা নিজেদের বৈষম্যের শিকার বলে দাবি করছে, তারা যদি আত্মত্যাগ না করে তাহলে এ বৈষম্য দূর করা কখনো সম্ভব হবে না।