সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের চুক্তি সই

r76hntea_15284

সড়ক ও জনপদ বিভাগ মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ‘ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের’ চুক্তি স্বাক্ষর করেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তা হলো, এসএমইসি ইন্টারন্যাশনাল প্রইভেট লিমিটেড, অসিলিয়া ইনজয়েন্ট ইন্টারন্যাশনাল উইথ ওরিয়েন্টাল কনসাল লিমিটেড, জাপান অ্যান্ড অ্যাসোসিয়েশন ইউথ কিস্টালিয়া লিমিটেড এবং নিউজিল্যান্ড অ্যান্ড এসপিই কলসালটেন্ট লিমিটেড কোম্পানি। বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মুজিবুল ইসলাম ও আর আন্তর্জাতিক ওই চার প্রতিষ্ঠানগুলোর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিনিধি দল প্রধান গেবিস স্টাট। এর কাজ শুরু ২০১৯ সালে এবং ২০২৫ সালে কাজ শেষ হবে। আর ২০১৮ সালের মধ্যে এই প্রকল্পের সব নিয়োগ শেষ হবে বলে জানা গেছে।