সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টেস্টে সাকিবের আরেকটি রেকর্ড

images_277697

 

টেস্ট ম্যাচে দেশের মাটিতে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেনঅলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে রেকর্ড গড়লেন বিশ্ব সেরা এই ।ঢাকা টেষ্টে তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের বলে ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।এদিন ধাওয়ানের পর রোহিতের উইকেট নিজের ঝুলিতে নেন সাকিব। হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান রোহিত। শুক্রবার একাই চারটি উইকেট পেয়েছেন সাকিব।এনিয়ে ঘরের মাঠে ২৮তম টেস্টে সাকিবের সংগ্রহ দাড়ালো ১০৩ উইকেট।  ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে সাকিবের পরেই রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর ২০ টেস্টে ৫১ উইকেট নেয়া তৃতীয় স্থানে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন।শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাকিব আরেকটি উইকেট পেলেই এ নিয়ে ১৫টি টেস্টে ৫ উইকেট জেতার গৌরব অর্জন করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, শনিবার এই ম্যাচে আরেকটি উইকেট পেলেই সাকিব বিশ্বসেরা তিন ক্রিকেটারের তালিকায় স্থান পাবেন। সেক্ষেত্রে আরেকটি রেকর্ডের খাতায় নাম উঠে যাবে বিশ্বসেরা সাকিবের।