সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জুনে বাড়িভাড়ার নতুন বিধিমালা

image_93320.1_lagamhin

জুনেই বাড়িভাড়ার নতুন নীতিমালা আসছে। চেকের মাধ্যমে বাড়ি ভাড়া আদায়ের বিষয়টি থাকবে এই বিধিমালায়। এটি চূড়ান্ত করা হবে ৩০ জুনের মধ্যেই। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) গোলাম হোসেন চেয়ারম্যান এ কথা বলেন। ২৫ হাজার টাকা যারা বাড়িভাড়া নেন তাদের ব্যাংকের চেকের মাধ্যমে ভাড়ার টাকা পরিশোধ করতে হবে। যারা নিয়ম মানবেন না তাদের শাস্তির আওতায় আনা হবে। এতে ভাড়াদাতা ও গ্রহীতা উভয়ের তথ্যই জাতীয় রাজস্ব বোর্ডের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি আরও জানান, বিশ্বের সবখানেই বাড়িভাড়ার জন্য চুক্তিপত্র করতে হয়। একমাত্র বাংলাদেশে এর ব্যতিক্রম। কেউ চুক্তিপত্র করতে চায় না। বিধিবিধান তৈরির পর তা কার্যকর করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সাধারণত কেউ নিয়ম ভঙ্গ করলে ১০ শতাংশ পেনাল্টি করা হয়, এক্ষেত্রে ৫০ শতাংশ পেনাল্টি করা হবে। এ ব্যবস্থা চালু হলে বাড়ির মালিক ও ভাড়াটের হিসাব খতিয়ে দেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন গোলাম হোসেন। তিনি জানান, এনবিআর ১ লাখ ৬২ হাজার বাড়ি চিহ্নিত করেছে, যেগুলোর মালিকরা অর্থের উৎস দেখাতে পারছেন না।