মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জিএসপি বিষয়ে প্রতিবেদন যুক্তরাষ্ট্রে

image_73031.gsp
অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে বেঁধে দেওয়া শর্তের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার দুপরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমরা আগেই জানিয়েছি আজ (১৫ এপ্রিল) জিএসপির শর্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠাবো। আমরা আশা করব জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না। এর পরও যদি জিএসপি না দেওয়া হয় সেটা হবে আমাদের দুর্ভাগ্য। আশা করছি আমরা এ সুবিধা পেয়ে যাবো।উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর ওই বছরের ২৭ জুন জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তবে কিছু শর্তপূরণ হলে তা ফেরতের আশ্বাসও দেওয়া হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র জিএসপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে ১৬টি শর্ত দিয়েছিল প্রতিবেদনে সে বিষয়ে অগ্রগতি জানানো হয়েছে। জিএসপি না থাকায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি সিরামিক, প্লাস্টিকসহ অন্তত এক ডজন পণ্য বিশেষ শুল্ক সুবিধা পাচ্ছে না। এর প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়ের ওপর। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি বাণিজ্য।