মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে : সুলতানা কামাল

image_66599.sultana_kamal_22830
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে কেননা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে এ সংগঠনটি কাজ করেছে, তারা জঙ্গি সংগঠন। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ করেছে তা জনগণের কাছে প্রমাণিত। কুড়িগ্রাম টাউন হলে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত মতবিনিময় সভায় শুক্রবার বিকেল ৫টায় তিনি এ সব কথা বলেন। এসময় অ্যাডভোকেট এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মেম্বার তারেক আলী, স্থানীয় সিপিবি সাধারণ সম্পাদক নুর মোহম্মদ আনসার, বাসদ সমন্বয়ক মোনাব্বের হোসেন মিন্টু। উপজেলা নির্বাচন বিষয়ে সুলতানা কামাল বলেন, নির্বাচন কমিশন বর্তমানে শক্তিশালী হলেও বিভিন্ন ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। আমরা সকলেই সুষ্ঠু নির্বাচনের পক্ষে।