মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টার সাথে জাতীয় কবিতা মঞ্চের সভাপতির ও প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

 

18361315_1805085369809970_780570098_n

মোহাম্মদ মনির উদ্দিন মান্না, আরব আমিরাত প্রতিনিধি :- জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট দুবাই ব্যবসায়ী, সমাজ সেবক, সাহিত্য অনুরাগী, আলহাজ্ব মাজহার উল্লাহ্‌ মিয়া র সাথে সাক্ষাৎ করেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের সভাপতি,বিশিষ্ট কবি ও কলামিস্ট, মুহাম্মদ মুসা ও প্রতিনিধি দল। গত ২৩-০৪-২০১৭ ইং বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষ করে দুবাই পৌঁছেন তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয় জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের প্রধান উপদেষ্টা,আলহাজ্ব মাজহার উল্লাহ্‌ মিয়াকে,শুভেচ্ছা জানান জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা ও প্রতিনিধি দল । প্রতিনিধি দলের সাথে ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রাহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, মোহাম্মদ জাফর উদ্দিন ভুঁইয়া, প্রতিনিধি দলের প্রাধান মোহাম্মদ জসিম উদ্দিন সহ প্রমুখ। জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত সভাপতি,বিশিষ্ট কবি ও কলামিস্ট, মুহাম্মদ মুসা ও প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ কালে তিনি জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত’র সাংগঠনিক কার্যক্রম এবং সংগঠনের কর্মপন্থা নীতি নির্ধারণী খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টা , আলহাজ্ব মাজহার উল্লাহ্‌ মিয়া শীঘ্রই নরওয়ে এবং যুক্তরাষ্ট্রীয় অবকাশ যাপন শেষে দুবাই ফিরে সাংগঠনিক গতি শক্তি সামর্থ্য সৃষ্টিশীল সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার কর্মযজ্ঞ সম্পাদন করবেন বলে আশা ব্যক্ত করেন। এই সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন শিশু কিশোরদের নিয়ে একটি সাহিত্য মেলা করার ইচ্ছে পোষণ করেন। স্বপ্নে আঁকা নবীন আলো আয়রে আলো আয় । আয়রে নেমে আঁধার পরে, পাষাণ কালো ধৌত ক’রে আলোর ঝরণায় । শিশু কিশোর দের জ্ঞানের চর্চা বাড়ানোর জন্য শিশু কিশোরদের উপযোগী তাদের মনোবৃত্তির আধলে রচিত গ্রন্থ স্মরণিকা প্রয়োজনীয়তা আবশ্যক। আমাদের বাংলা সাহিত্যের অনবদ্য একটি অংশ হলো শিশু কিশোর সাহিত্য। নতুন লেখকদের নব উদ্যমে এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান। সত্যিকার নির্মল আনন্দ দেবে এমন বইয়ের সংখ্যাও ছোটদের খুবেই অপ্রতুল। ফলে শিশু কিশোর সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হয় আর প্রবাসে এর চর্চা আরও প্রকট। শিশুতোষ সাহিত্য চর্চা সাহিত্যের অন্যতম অংশ বিশেষ। তাই জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতর কবি লেখক সাহিত্যিকদের শিশুতোষ সাহিত্য চর্চায় আমাদের এগিয়ে আসতে হবে। ছোটদের জন্য সাহিত্য চর্চার ক্ষেত্র তৈরি করতে হবে সাহিত্য অঙ্গনে। শিশু কিশোর মনের বিকাশ সাধনে সাহিত্য কর্মী অনুরাগীদের এগিয়ে আসতে হবে দুঢ চিত্তে। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় কবিতা মঞ্চ একটি শিশু কিশোর সাহিত্য সম্মেলন করার প্রয়াস ব্যক্ত করে বৃহৎ পরিসরে উদ্যেগ গ্রহণ এবং শিশু কিশোর একটি সাহিত্য স্মরণিকা বের করবে। সাহিত্যের পাতায় স্থান করে দিতে হবে শিশুরা আমাদের প্রাণশক্তি। আমাদের আগামীর বিপুল সম্বাবনা জাগিয়ে তুলবে “নব সৃষ্টি উল্লাসে আলোকবর্তিকা হবে আলোয় ভরা সোনালি ভোর” সংগঠনের প্রাণশক্তি হচ্ছে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম। সাংস্কৃতিক কার্যক্রম সংগঠনের গতি সঞ্চার করে। কর্মী সৃষ্টি করে সর্বোপরি কর্মীদের প্রতিভা বিকাশের সহায়ক ভূমিকা রাখে এই কার্যক্রমের আওতায় সন্নিবেশিত হতে পারে। কবিতা, প্রবন্ধ, সাহিত্য চর্চা,সংগীত, নৃত্য, আবৃতি, নাটক, চিত্রকলা প্রভৃতি। বিশদভাবে আলোচিত হয় জাতীয় কবিতা মঞ্চের পরবর্তী কার্যক্রম সমূহ ১।শিশু কিশোর সাহিত্য সম্মেলন। ২।ভ্রাম্যমাণ লাইব্রেরী। ৩।শিশু কিশোর সাহিত্য স্মরণিকা । ৪।সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা কার্যক্রম। ৫।সংগীত ও সাহিত্য চর্চা বিভাগ ও চলচ্চিত্র। ৬।অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচী। ভ্রাম্যমাণ গ্রন্থাগার পরিসেবা বর্তমান যুগে বিভিন্ন গ্রন্থাগার, সাহিত্য ও সমাজসেবী সংগঠনদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। জাতীয় কবিতা মঞ্চ পরিবেশবান্ধব ভ্রাম্যমাণ গ্রন্থাগার পরিষেবার উদ্দেশ্যে প্রবাসের সাহিত্য অনুরাগীদের নিকটে পৌঁছানোর নিমিত্তে ভ্রাম্যমাণ গ্রন্থ সেবা চালু করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। এতে থাকবে বিপুল গ্রন্থেরসমাহার ১।কবিতা ২।গল্প ও উপন্যাস। ৩।রূপকথা । ৪।ছড়া ও কবিতা। ৫।সংকলন। ৬।রম্য রচনা। ৭। ভ্রমণ কাহিনী। ৮।জীবনী, আত্মজীবনী। ৯। শিশু-কিশোর সাহিত্যের বই। এ ছাড়া আরও থাকছে বিভিন্ন লেখক ও কবির রচনাবলী, সাহিত্য গবেষণা, সাহিত্য সমালোচনা, দর্শন, ইতিহাস ,ভূগোল, গণিত, বিজ্ঞান, সাংবাদিকতা কর্মশালা, , ভাষা-আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিশু-কিশোর সাহিত্য, অনুবাদ, ধর্ম, সংস্কৃতি, জীবনী ইত্যাদি বিষয়ের গ্রন্থাবলী। জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত যে সব কর্মসূচী-২০১৭ হাতে নিয়েছে, ও সব কর্মসূচী সফল করার জন্য সংগঠনের কমিটি ও সকল সদস্য কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত’র সকল মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত সভাপতি কবি মুহাম্মদ মুসা কে নির্দেশনা প্রদান করেন