সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাকাত বিতরণের আগে পুলিশকে জানানোর অনুরোধ

150710102131_bd_mymensingh_zakat_deaths_640x360_afp_nocredit_292479

বাংলাদেশে বড় আয়োজন করে জাকাত দেয়ার অন্তত একদিন আগে তা জানাতে বলেছে পুলিশ। অনিয়ন্ত্রিত জনসমাবেশে যাতে নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সেজন্যেই এই অনুরোধ জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি নজরুল ইসলাম।গতকাল ময়মনসিংহে জাকাত নেয়ার সময় হুড়োহুড়ি এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে এই নির্দেশনা এলো।পুলিশের এআইজি নজরুল ইসলাম বলেন, গতকালের ঘটনা ঘটার পর আমরা পাবলিক সেফটি বা জননিরাপত্তার ব্যাপারে জনগণকে একটা বার্তা দিয়েছি। যেখানে অনিয়ন্ত্রিত জনসমাবেশ হওয়ার সম্ভাবনা আছে, জনগণের নিরাপত্তা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, সেখানে যদি আমাদেরকে আগাম নোটিশ দেয়া হয়, তাহলে সেখানে আমরা আমাদের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করবো।তিনি বলেন, অনেক সময় দূরের কোন গ্রামে যখন এরকম জাকাত দেয়ার অনুষ্ঠান করা হয়, তখন সেখানে অনেক গরীব মানুষ ছুটে যায়। আগে থেকে পুলিশকে বিষয়টা না জানালে সেখানে সময়মত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যায় না। সেজন্যেই তারা অন্তত একদিন আগে পুলিশকে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছেন।তিনি বলেন, জাকাত দেয়ার মতো অনুষ্ঠানের আগে সেখানে কি ধরণের নিরাপত্তার দরকার, সেটাও যাচাই করে দেখার প্রয়োজন আছে।ময়মনসিংহের ঘটনায় যারা নিহত হন তাদের বেশিরভাগই ছিলেন নারী এবং শিশু।ঐ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জাকাতদাতা ব্যবসায় শামীম তালুকদার সহ ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল রোববার শুনানি অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি।