সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

image_146125.mirza-fakhru (3)
বর্তমান সরকার সম্পূর্ণ ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জনগণের সঙ্গে তাদের কোনো ধরণের সম্পর্ক নেই। এই সরকার অবৈধ সরকার। এই সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তা থেকে খালেদা জিয়াকেও বাধ দিচ্ছেন না।ফখরুল বলেন, তারা খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছেন। এর একটিও মামলা হওয়ার কথা না। একটি বেসরকারি প্রতিষ্ঠান ধার করাতে গিয়ে খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেন নি। অথচ এটি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে তারা। ফখরুল বলেন, বর্তমান সরকার তারেক রহমানের বিরুদ্ধেও মামলা দিয়েছে এবং সে মামলায় সাজা দেওয়ারও চেষ্টা করছে। তারা মনে করছেন এভাবে ক্ষমতায় ঠিকে থাকবেন। কিন্তু কিছুতেই তা সম্ভব হবে না। জাতীয় ঐক্য সৃষ্টি করে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আনন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে হবে।আজ শনিবার দুপুর ৩টা ২০ মিনিটে নাটোর নবাব সিরাজ উদ দৌলা মাঠ সমাবেশস্থলে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  তার সঙ্গে গাড়িবহরে নেতা-কর্মীরা নাটোর পৌঁছান। এর আগে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।