সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চিনি আমদানির ওপর শুল্ক বাড়ছে না

sugar_275589

 

২০১৫-১৬ অর্থবছরের বাজেট বইয়ে চিনি আমদানির ওপর ভুল করে আরোপিত আমদানি শুল্কের ‘ভুল প্রস্তাব’ সংশোধনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে ওই ভুল সংশোধন করে নেয়ার বিষয়টি স্পিকারকে অবহিত করেন।গত ৪ জুন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়। এই শুল্কহার আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলে সারণীতে উল্লেখ ছিল।মুহিত বলেন, নতুন অর্থবছরের বাজেটে চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে। আমরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোন পরিবর্তন করিনি।এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। চলতি অর্থবছরে যে অবস্থায় আছে সেটিই প্রযোজ্য হবে। তিনি এটি সংশোধনের জন্য স্পিকরের দৃষ্টি আকর্ষণ করেন।উল্লেখ্য, শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, চিনির ওপর শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে কথা বলে এনবিআর এর সংশোধনী দেবে। বাজেট পাসের আগে এটি ঠিক করা হবে। বাজেট পাসের সময় অর্থবিলে বিষয়টি আর থাকবে না।