শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চাঁদা না পেয়ে মীরসরাইয়ে নির্মাণাধীন ফিলিং স্টেশনে হামলা, পাঁচ শ্রমিক আহত

মীরসরাইয়ে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনে চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৫ শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শ্রমিক নুর মোহাম্মদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরসরাই ফিলিং নামে স্টেশনটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম দিদার অভিযোগ করেন, স্থানীয় খৈয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু মেম্বার আমার প্রতিষ্ঠানে মাটি ভরাটের কাজ করতে চেয়েছিলেন। তাদের কাজ না দেয়ায় তিনি আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় বাবলু, ওহিদ, মহিউদ্দিন, মাসুদসহ ১০-১৫ জনের একটি দল ফিলিং স্টেশনে নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে। এসময় নুর মোহাম্মদ, নুর আলম, বোরহান উদ্দিন, মিন্টু ও রুবেল নামে ৫ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে নুর মোহাম্মদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শারীরিক অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এসময় হামলাকারীরা উক্ত প্রতিষ্ঠানে ভাঙচুর করে এবং নির্মাণ সামগ্রী নিয়ে যায় বলে জানান অভিযোগকারী শামসুল আলম দিদার। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান। মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই আরিফ জানান, এমন একটি ঘটনার কথা তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপর দিকে এ বিষয়ে জানতে অভিযুক্ত মাহফুজুল হক জুনু মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।