রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চলমান মীরসরাই’র এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

15895411_1840422192863032_5461814303165983389_n
নিজস্ব প্রতনিধি: মীরসরাই থেকে প্রকাশিত মাসিক চলমান মীরসরাই পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে মীরসরাই উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারী জেনারেল কাজী শাখাওয়াত হোসেন আজম। বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এবং চলমান মীরসরাই’র নির্বাহী সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন ) মীরসরাই উপজেলা শাখার সভাপতি ডাঃ জামশেদ আলম, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,মীরসরাই থানার অফিসার ইনচার্জ সায়রুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, শিক্ষক সুবাস সরকার, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, কবি সাইফুদ্দিন মীর শাহীন, সাংবাদিক বিপুল দাশ, রনজিত ধর, চলমান মীরসরাই’র বার্তা সম্পাদক এম মাঈন উদ্দিন, সহযোগী সম্পাদক রাজু কুমার দে, সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ইসলামী ছত্র সেনার নেতা ইব্রাহীম খলিল, দূর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফুদ্দিন, ভিক্টরী কম্পিউটারের পরিচালক আবদুল্লাহ আল মামুন, মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক অর্জুন নাথ, প্রচেষ্টা ছাত্র পরিষদের সাবেক সভাপতি অনুপ এএস দাস প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, মিরসরাই কিন্ডার গার্টেনের অধ্যক্ষ এম গিয়াস উদ্দিন, কবি মাহমুদ নজরুল, নিজামপুর কলেজের অধ্যাপক স্বাগতম বড়–য়া, কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, কবি আনজানা ডালিয়া, চলমান মিরসরাই’র প্রতিনিধি সোহরাব উদ্দিন, শাহ আবদুল্লাহ রাহাত, জাহিদুল ইসলাম হান্নান, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, ইউনুছ মিয়া সায়েম, অভি নাথ, ইউনুছ ভূঁইয়া, সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাখাওয়াত হোসেন আজম বলেন, সামাজিক উন্নয়নে স্থানীয় পত্রিকা ইতিবাচক ভূমিকা পালন করে। যুবকদের দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষে মীরসরাইতে একটি আইটি স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামী বলেন, একটি জনপদে কারখানা প্রতিষ্ঠার চেয়ে পত্রিকার ভূমিকা অনেক বেশি। তিনি বলেন, চলমান মীরসরাই বিগত দিনে অসংখ্য কবি লেখকের সৃষ্টি করেছে।
চলমান মিরসরাই’র নির্বাহী সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ২০০৫ সালে সাংবাদিক মনজুরুল হকের সম্পাদনায় চলমান মীরসরাই’র যাত্রা শুরু হয়। তাঁর সুযোগ্য নির্দেশনায় অনেক চড়াই উৎরাই পেরিয়ে পত্রিকাটি এক যুগ পার করেছে। চলমানের অগ্রযাত্রায় তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
চলমানের এক যুগ পূর্তি উপলক্ষে পাক্ষিক খবরিকা, শান্তিনীড়, প্রজন্ম মিরসরাই, দূর্বার প্রগতি সংগঠন, , প্রচেষ্টা ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র সেনা, ভিক্টরী কম্পিউটার ফুল দিয়ে চলমানকে শুভেচ্ছা জানান।