সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ: বিশ্বব্যাংক

wb_86574
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বছর শেষে অর্জিত প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য সন্তোষজনক বলেও মনে করে সংস্থাটি। বিশ্বব্যাংকের ‘দ্যা বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ পূর্বাভাস উঠে এসেছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তা জাহিদ হোসাইন বলেন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের বেশি থাকলেও দেশে নির্বাচনকালীন অস্থিতিশীলতা ও রেমিট্যান্স কমে যাওয়ায় তা অর্জন করা সম্ভব হবে না।প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো প্রবৃদ্ধি অর্জন করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামষ্টিক প্রবৃদ্ধি যেখানে ৪ দশমিক ৯ শতাংশ সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৪ শতাংশ।