শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি জোরারগঞ্জ থানার লিয়াকত আলী

oc liakotচট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’র (ওসি) পদক পেলেন মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। রবিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ওসি লিয়াকত আলীকে এ সম্মাননা পদক তুলে দেন। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান।
লিয়াকত আলী ২০১৩ সালের ২২ ডিসেম্বর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় যোগদান করেন। ওই বছরের ১৯ মে নবসৃষ্ট জোরারগঞ্জ থানা উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বরাষ্টমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।
লিয়াকত আলী ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বোয়ালখালী থানায় এসআই হিসেবে যোগদান করেন। ২০০২-০৩ সালে শান্তিরক্ষা মিশনে কসোবো দেশে এবং ২০০৪-০৫ সালে ফের কসোবো দেশে মিশনে যান। ২০০৬-০৭ সাল পর্যন্ত পূর্ব তৈমুর দেশে মিশনে ছিলেন।
২০০৭ সালে তিনি অফিসার ইনাচার্জ হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর কিছুদিন সিএআইডিতে কর্মরত ছিলেন। ২০০৮ সালে গোপালগঞ্জের মকছুদপুর থানায়, ২০১১ সালে ফটিকছড়ি থানা, ২০১২ সালে হাটহাজারী মলে থানায় অফিসার ইনার্চাজ হিসেবে দায়িত্ব পালন করেন।