সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রাম অমর একুশে বইমেলা-২০১৮ মাহতাব উদ্দিন চৌধুরী- চেয়ারম্যান, নিয়াজ মোর্শেদ এলিট-মহাসচিব

 

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণ নজরুল স্কয়ার মঞ্চে ২৬ তম অমর একুশে বইমেলা আগামী ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী এই আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী’র বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জায়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন, সাংস্কৃতিক সংগঠন অরুণ চন্দ্র বনিককে উপদেষ্টা করে নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে, খুলশী ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ ২০১৮ কমিটি গঠন করা হয়। আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলন কক্ষে ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২৬ তম অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে একুশের মঞ্চে উদ্দীপনামূলক একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অমর একুশে বইমেলার অনুষ্ঠানে চট্টগ্রামের সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের জন্য মেলা পরিষদের সমন্বয়কারী শওকত আলী সেলিম ও খোরশেদ আলম বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন