সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঘোষিত সময়েই এসএসসি পরীক্ষা : নাহিদ

image_180326.nahid0

 

রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক ঘোষিত সময় অনুযায়ীই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার গণমাধ্যমকে বলেন, আমাদের হাতে পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই। এ পরীক্ষা শেষ করে আবার এইচএসসি পরীক্ষা নিতে হবে। তাছাড়া দেশের রাজনীতির জন্য ছাত্র-ছাত্রীরা তো ক্ষতির মুখে পড়তে পারে না। তাই আমরা ঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেবো। এজন্য যা যা করা প্রয়োজন করা হবে।এদিকে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা ডেকেছে। এ সভায় আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হবে।আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে তৃতীয় দফায় এই সভা হচ্ছে। এর আগে কোন পরীক্ষা উপলক্ষে এতবার এ ধরনের সভা করা ও কমিটি গঠনের রেকর্ড নেই। এছাড়া একটি জাতীয় মনিটরিং কমিটিসহ মোট ১২টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বাকি ১১টি কমিটির মধ্যে ১০ শিক্ষা বোর্ডে ১০টি এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি রয়েছে।