রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গুণে ভরা তেজপাতা

binodon69-3

সুগন্ধি মসলা জাতীয় তেজপাতার ব্যবহার চলে নানা খাবারে। খাবারের স্বাদ বাড়াতে কতটুকু সক্ষম তা নিয়ে কেউ মাথা না ঘামালেও খাবারে মোহনীয় গন্ধ আনতেই চলে তেজপাতার ব্যবহার। সুগন্ধি এই পাতায় রয়েছে কিছু লুকানো গুণের খবর। আমাদের শরীরের নানা সমস্যা সমাধানে সে গুণ দারুণ উপকারী। আজ জেনে নেব তেজপাতার গুণ সম্পর্কে।

* শারীরিকভাবে দুর্বল ও রোগা মানুষদের জন্য তেজপাতা দারুণ কার্যকরী। কয়েকটা পাতা থেঁতলে করে ২ কাপ গরম পানিতে ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিয়ে পান করুন। ২ বার করে টানা ২ সপ্তাহ খেলে শরীরে শক্তিও চেহারায় লাবণ্য ফিরে পাবেন।

* শুকনা তেজপাতার গুঁড়া দিয়ে নিয়মিত দাঁত মাজতে পারেন। মাড়ির ক্ষত ও রক্তপড়া সেরে যাবে।

* দুই-তিনটা তেজপাতা ৪ কাপ পানিতে সেদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করলে গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

* ফোঁড়া সারানোর জন্য তেজপাতা বেটে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। দ্রুত সেরে যাবে।

* তেজপাতা সেদ্ধ পানি দিয়ে নিয়মিত কুলি করুন, অরুচি ও মুখের তেতো ভাব চলে যাবে।

* প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।

* পানিতে তেজপাতা দিয়ে সেদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকের অ্যালার্জির সমস্যা কমে।

* যাদের অতিরিক্ত ঘামাচির সমস্যা তারা তেজপাতা মিহি বেটে শরীরে মেখে রাখুন ঘণ্টা খানেক। তারপর গোসল করতে হবে কোনো সাবানের ব্যবহার ছাড়া। কয়েকবার ব্যবহার করলেই ঘামাচি একদম সেরে যাবে।

* তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। দশ মিনিট পর ধুয়ে নিন।