সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গাড়িবহরে হামলার খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র: মেরি হার্ফ

merry-herf_249825_252396
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে যুক্তরাষ্ট্র।সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করে হার্ফ বলেন, খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে কারওয়ান বাজারে দৃর্বৃত্তদের হামলার শিকার হন খালেদা জিয়া। হামলাকারীরা সরকারদলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে হামলার জন্য দোষারাপ করলেও তা অস্বীকার করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে নাটক বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।