শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গাযা অভিযানে ইসরাইলের ১৬ হাজার সৈন্য তলব

israel_128563

গাযায় অব্যাহত বিমান এবং ট্যাংক হামলার মধ্যে আরো ১৬,০০০ সৈন্য তলব করেছে ইসরাইল। খবর বিবিসির।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি হোক আর না হোক, তিনি গাযার সুড়ঙ্গপথগুলো ধ্বংস করেই ছাড়বেন। গাযায় ইসরাইলি বাহিনীর প্রধান বলেছেন, যেসব সুরঙ্গ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে অনুপ্রবেশ করে, সেগুলো ধ্বংস করতে আরো কিছু দিন সময় লাগবে। গাযায় ক্ষমতাসীন সংগঠন হামাস ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এখন ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন। বুধবার জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি বোমা হামলায় ১৫জন নিহত হওয়ার পর সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ঘুমন্ত শিশুদের উপর হামলার মতো লজ্জার আর কিছু হতে পারে না। “এই আক্রমণ ভয়ানক নিষ্ঠুর এবং একেবারে অগ্রহণযোগ্য, যার জবাবদিহিতা ও বিচার প্রয়োজন,” তিনি বলেন। ওই স্কুলটিতে কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। গাযায় জাতিসংঘের কার্যক্রমের পরিচালক বব টার্নার বিবিসিকে বলেছেন, এই স্কুল যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা ইসরায়েলিদের জানিয়ে দেয়ার পরও কয়েকবার সেখানে গোলাবর্ষণ করা হয়েছে।