রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

image_193596.khondokar mahbub

 

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা আইনিভাবে অবৈধ বলে দাবি করেছেন সুপ্রিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রবিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
খন্দকার মাহবুব বলেন, আমরা আদালতে বলেছিলাম বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, অভুক্ত, অসুস্থ। আদালতে আসার জন্য তার সময়ের প্রয়োজন। কিন্তু আদালত তা শুনেননি। বরং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। এটি ঠিক হয়নি, এটি আইনিভাবে অবৈধ। তিনি আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে আমরা হাইকোর্টে একটি আবেদন করেছি। সেটির শুনানি চলছে, এখনো নিস্পত্তি হয়নি। তারপরও নিম্ন আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটিও আইনিভাবে অবৈধ। সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব অভিযোগ করেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। এরকম বক্তব্য দেয়া ঠিক নয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এ ধরনের বক্তব্য আশা করি না।