সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

bd_62666

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের অবস্থানরতদের জন্য আনা খাবার আবারও কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বেলা ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে খাবার পাঠানোর এক ঘণ্টা পর ৭০ প্যাকেট খাবার ও ৭০ বোতল পানিভর্তি একটি ভ্যান আসে। তবে, ভ্যানটি খালেদার কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস ইউং শামছুদ্দিন দিদার এ তথ্য জানান।তিনি অভিযোগ করে বলেন, ‘দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ের স্টাফদের জন্য একটি ভ্যানে করে খাবার নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়। পরে দুপুর দেড়টার দিকে গুলশান থানা থেকে পুলিশ এসে ভ্যানগাড়ির চালকসহ গাড়িটি থানা নিয়ে যায়।’এ ব্যাপারে গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। এ ব্যাপারে তিনি কোনো অভিযোগও পাননি।এর আগে, ১২টার দিকে কিছু মোয়া ও কয়েকটি লাঞ্চবক্সভর্তি একটি ব্যাগ খালেদার কার্যালয়ে পৌঁছে দেন জহুরুল ইসলাম নামে সেলিনা হোসেনের বাসার এক গৃহকর্মী।জহুরুল গুলশান কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা খাবারের ব্যাগ তল্লাশি করে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর তিনি খালেদার কার্যালয়ে খাবার পৌঁছে দেন। অবশ্য বের হওয়ার সময় দুই ব্যাগ কাপড়-চোপড় (ধৌত করার জন্য) সাথে করে নিয়ে আসেন জহুরুল। উল্লেখ্য, বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ফেরত পাঠানো হয়।