সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্রেষ্ট জালিয়াতি: অধিকতর তদন্তে বাণিজ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন

index_129867
মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি আবারও তদন্ত করবে সরকার। এবারের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে। তিন সদস্যের ওই কমিটির অপর দুজন সদস্য হলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহমদ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি যুগান্তর ডটকমকে নিশ্চিত করে জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি আবারও তদন্ত করবে। এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সচিব পদমর্যাদার কর্মকর্তার বিরুদ্ধে ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনায় অভিযোগ থাকলেও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্তটি শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে। সরকারের ঊর্ধ্বতন মহলও বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি বলে অভিযোগ উঠে। এরই পরিেেপ্রক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে অধিকতর তদন্তের অনুরোধ জানায়।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর রোববার কমিটি গঠন করা হয়।