সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

image_204140.tista river_248358

 

অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএলের কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক ট্রলারে রওয়ানা হয়। কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে নারী শ্রমিকের সংখ্যা ছিল বেশি। তবে প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। সন্ধ্যার দিকে ডুবুরিরা উদ্ধার কাজে নেমেছে বলে জানান তারা।স্থানীয় সান্তানপাড়া এলাকার রাসেল খান জানান, অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানায়, প্রাণ-আরএফএল প্রায় সময় অতিরিক্ত শ্রমিক বোঝাই করে শ্রমিক পারাপার করে থাকে। এর আগেও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রাণের কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।একই এলাকার আমান মিয়া জানায়, ট্রলারটি শ্রমিক বোঝাই করে পাশ্ববর্তী পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় যাচ্ছিল। তিনি আরো বলেন, ডুবির ঘটনার পর পর প্রাণ-আরএফএলের পক্ষ থেকে উদ্ধারের ব্যাপারে খুব বেশি তৎপরতা লক্ষ্য করা যায়নি।এ ব্যাপারে প্রাণ-আরএফএল কারখানা পরিচালক মো. ইলিয়াস মৃধা প্রতিবেদককে জানান, ট্রলার ডুবিতে প্রাণ-আরএফএলর কারখানা কোন শ্রমিক নিঁখোজের ঘটনা নেই। ৩০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবলেও তারা সবাই উপরে উঠতে সক্ষম হয়েছে।ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।