রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ

kamarujjaman20150406192145_245797

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।সোমবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে মারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১২ জন সদস্য কারাগারে প্রবেশ করেন। ৭টা ৫০ মিনিটের দিকে তারা বের হযে যান।বিকেল ৫টায় কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে সাক্ষাতের জন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে কারাগারে যেতে বলেন।কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, সোমবার দুপুর ১টায় ডেপুটি জেলার ফোন করে কামারুজ্জামানের সাথে দেখা করতে বলেছেন।এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে দেন আপিল বিভাগ।আপীল বিভাগ রিভিউ পিটিশন খারিজের পর কামারুজ্জামানের সাথে দেখা করার জন্য তার আইনজীবীরা অনুমতি চাইলেও অনুমতি মেলেনি।সোমবার বেলা ১১টায় করা কর্তৃপক্ষের কাছে আইনজীবীরা কামারুজ্জামানের সাথে সাক্ষাতের জন্য একটি আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কামারুজ্জামানের সাথে আইনজীবীদের সাক্ষাতের কোনো সুযোগ নেই।আইনজীবীরা বলেন, রিভিউ পিটিশন আদেশ খারিজ হবার পর করনীয় ঠিক করতে কামারুজ্জামানের সাথে সাক্ষাতের জন্য তারা কারা কর্তৃপক্ষের নিকট আবেদন করেছিলেন। জানা গেছে,  রিভিউ পিটিশন খারিজ হবার পর কামারুজ্জামানের সামনে একটি পথ খোলা আছে। তা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। এ বিষয়ে আলোচনার জন্যই আইনজীবীরা সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন।এদিকে আইনমন্ত্রী এ্যাড: আনিসুল হক বলেন, কামারুজ্জামানের ক্ষেত্রে রিভিউয়ের পর জেল কোড কার্যকর হবে না। তিনি আরো জানান, রিভিউ পিটিশন খারিজের আদেশ ট্রাইব্যুনালে পৌছানোর পরই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে।এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে আইজি প্রিজন ব্রি: জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বৈঠক করেছেন। বৈঠকে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের বিষয়টি আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।সূত্র জানায়, আদালতের আদেশের রায় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছলেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।তবে সুপ্রীম কোর্টের রেজিস্টার আমিনুল ইসলাম জানিয়েছেন, আপীল বিভাগের রিভিউ রায়ের কপিতে বিচাররকরা মঙ্গলবার স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। এ হিসেবে ফাঁসি কার্যকর হতে দু একদিন সময় লাগতে পারে।

 

উৎস- যুগান্তর