রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার

kamruzzamzn

 

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দায়ের করা আবেদন শুনানির জন্য ৫ই এপ্রিল রোববার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল শুনানির এ দিন ধার্য করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সকালে কামারুজ্জামানের পক্ষে সময় আবেদন জানান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। তাই আমরা সময় চাচ্ছি। তার এ আবেদনের বিরোধিতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত ৫ই এপ্রিল শুনানির দিন ঠিক করে দেয়। এর আগে গত ৯ই মার্চ আপিল বিভাগ ১লা এপ্রিল কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেছিল। ২০১৩ সালের ৯ই মে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরে আপিল বিভাগও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখে। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর গত ১৯শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এরপর রিভিউ আবেদন দায়ের করা হয়। ৪৪টি যুক্তিতে ৪৫ পৃষ্ঠার রিভিউ আবেদনটি দায়ের করা হয়।