সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কম্পিউটার চালানো শিখছেন এমপিরা

image_93973.sangsad bhaban1

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে কম্পিউটার চালানো শেখানো হচ্ছে এমপিদের। সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে গতকাল বুধবার এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
উদ্বোধনকালে তথ্যপ্রযুক্তির যুগে সবাইকে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার উত্সাহিত করতে এমপিদের জন্য এই কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এ পদক্ষেপের ফলে এমপিরা তাঁদের দৈনন্দিন কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবেন।সংসদ-সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট এপিলকেশন তৈরির কর্মসূচি প্রকল্পের আওতায় এই কোর্স পরিচালনা করা হচ্ছে। জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ।