সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কমফোর্ট হাসপাতালের উদ্যেগে দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

comfort-hospital-pic

নিজস্ব  প্রতিনিধি  : মীরসরাই উপজেলার বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যেগে এবং সার্বিক ব্যবস্থাপনায় দুঃস্থ রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ৭ জানুয়ারী সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় এ কার্যক্রম শেষ হয়। এসময় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচানা সভার আয়োজন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। প্রথমে তিনি হাসপাতালের এই আয়োজনকে স্বাগত জানান এবং বলেন, ‘কমফোর্ট হাসাপাতাল আজ যে আয়োজন করেছে সেটা অবশ্যই মানবসেবার অনন্য একটি দৃষ্টান্ত।’ ভবিষ্যতেও যেন এধরনের কার্যক্রম চলমান থাকে সে জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং এ বিষয়ে আগামীতে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, নির্বাহি পরিচালক সুপ্লব বণিক প্রমুখ। এদিকে অনষ্ঠানের দ্বিতীয় পর্বে রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন, হৃদরোগ, মেডিসিন ও বাতজ¦র বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল মোত্তালিব, হৃদরোগ, মেডিসিন ও বাতজ¦র বিশেষজ্ঞ ডা. মো. শওকত আলী, রক্তনালী, বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. সারওয়ার কামাল, ডা. এএসএম শরিফুল ইসলাম, মেডিসিন ও ডায়াবেটিস্ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রিপন। এছাড়াও হার্টের চিকিৎসায় সহযোগি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড। দিনভর প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।