সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এমপি রানা ও তার ভাইদের গ্রেফতারে বাধা নেই

3_49166
টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হয়রানি বা গ্রেফতার না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এর ফলে যথাযথ আইনি প্রক্রিয়ায় রানাকে গ্রেফতারের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদকে গত বছরের ১৮ জানুয়ারি হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ জানুয়ারি নিহতের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। গত ১৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে হত্যাকাণ্ডে রানার সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর এমপি রানা ও তার তিন ভাই হাইকোর্টে রিট করেন। ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানা ও তার তিন ভাইকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখার নির্দেশ দেন।