শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে

image_73908.khaleda zia

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে। আর এই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।’ রোববার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূলুন্ঠিত হয়েছে যে, বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়ানোই শেষ নয়, তাদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও হরণ করা হচ্ছে।’ বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিরোধী রাজনৈতিক দলগুলো দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সব অঙ্গকে সরকারি দলের অঙ্গসংগঠনে পরিণত করেছে।