সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এক বছর পর শুক্রবার চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

images_87075
এক বছর পর শুক্রবার চট্টগ্রামে বড় ধরনের সমাবেশ করছে হেফাজতে ইসলাম। লালদিঘী ময়দানে দু’দিনব্যাপী শানে রেসালত মাহফিলের জন্য ৯ শর্তে অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। এদিকে মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হেফাজত। দু দিনব্যাপী সম্মেলনে প্রায় দুই লাখ তৌহিদি জনতার সমাবেশ ঘটবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।গত বছর ৫ মে ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পর এটিই হেফাজতের প্রথম প্রকাশ্য সমাবেশ। শুক্র ও  শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে মাহফিল চলবে রাত পর্যন্ত। মাহফিলে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।৫মে শাপলা চত্বরে সহিংসতার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়ে হেফাজত। এ ঘটনায় হেফাজতের বেশক’জন কেন্দ্রীয় নেতা কর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় বেশক’জন শীর্ষ নেতাকে। স্থবির হয়ে পড়ে হেফাজতের কর্মকান্ড। গত এক বছরে নানাভাবে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করে সংগঠনটি। হেফাজতের উত্থানস্থল চট্টগ্রামে সমাবেশের জন্য দুবার নগর পুলিশের কাছে আবেদন করেও অনুমতি পায়নি। হেফাজত নিজের অবস্থান সুসংগঠিত করতে চলতি মাস থেকে আবারও সারাদেশে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। এরই আলোকে গত সোমবার শানে রেসালত সম্মেলন করেছে ফেনীতে। এরপর ব্রাক্ষণবাড়িয়া, রাজশাহী, সিলেট, খুলনা, কক্সবাজারসহ সবশেষ ঢাকা শাপলা চত্বরে সমাবেশ করবে হেফাজত।  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয়। মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রশ্নই আসেনা। রেসালত সম্মেলনে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণের কথা বলবে হেফাজত।