সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এইচএসসির ফল প্রকাশ ৯ আগস্ট

ssc-result

আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের কাজ শুরু হবে। দুপুর ২টায় একযোগে অনলাইন, এসএমএসে এবং কলেজগুলো থেকে ফল জানা যাবে। এর আগে বেলা ১টায় সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।রোববার দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেয়ার একটা রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। তিনি ৯ আগস্ট সময় দিয়েছেন।জানা গেছে, এর আগে এ জন্য ৮ ও ৯ আগস্টের যে কোনো দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সময় প্রার্থনা করা হয়।শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী দুটি কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। তবে কলেজ দুটি এখনও নির্ধারণ করা হয়নি।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। তবে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের (২৮ এপ্রিল) কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।