শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উপজেলা নির্বাচন : স্থগিত ৩১ কেন্দ্রে বুধবার ভোট

index00_85784
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও পঞ্চম ধাপের স্থগিত ৩১ কেন্দ্রের ভোট আগামী বুধবার নেয়া হবে। যথারীতি সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। তবে এসব কেন্দ্রে নিরাপত্তা দ্বিগুণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান সোমবার সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ম্যাজিস্ট্রেট নিয়োগের চিঠি পাঠিয়েছেন। ভোট উপলক্ষে এরই মধ্যে এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, গত ২৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে অনিয়ম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোট ৩৩টি কেন্দ্রে ভাটগ্রহণ স্থগিত করে ইসি। এর মধ্যে পাঁচ উপজেলার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।এসব কেন্দ্রের ভোট সংখ্যা চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় আবার ভোটের প্রয়োজন হচ্ছে।যেসব কেন্দ্রে ভোট হবে সেগুলো হলো, সিলেটের কানাইঘাটে ভাইস চেয়ারম্যানের জন্য একটি কেন্দ্রে, কুমিল্লার বড়ুরায় ভাইস চেয়ারম্যানের দুটি, কক্সবাজারের কুতুবদিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জন্য দুটি, পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের জন্য পাঁচটি কেন্দ্রে এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে নয়টি কেন্দ্রে ভোট নেয়া হবে।এছাড়াও পঞ্চম ধাপের উপেজলা পরিষদ নির্বাচনে স্থগিত ১৯ কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্রে কেবল ভাইস চেয়ারম্যান পদের জন্য পুনরায় ভোট হবে বুধবার।একইসাথে লক্ষ্মীপুর সদর উপজেলায় চারটি, নরসিংদী সদর উপজেলায় তিনটি এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পাঁচটি কেন্দ্র পুনরায় ভোট গ্রহণ করা হবে।